শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০২:২০ এএম

ভলিবলের জাপানি কোচ মাসাজেদি এখন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০২:২০ এএম

ভলিবলের জাপানি কোচ মাসাজেদি এখন ঢাকায়

সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে পদক পুনরুদ্ধারের প্রত্যয় নিয়ে বাংলাদেশে এসেছেন ভলিবলের জাপানি কোচ রায়ান মাসাজেদি। বৃহস্পতিবার গভীর রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোচকে অভ্যর্থনা জানান ফেডারেশনের সহসভাপতি মাছুদুল আলম এবং অন্য কর্মকর্তারা। জাতীয় ভলিবল দলের সাবেক ইরানি কোচ আলিপোর আরজির স্থলাভিষিক্ত হলেন ইরানি বংশোদ্ভূত জাপানিজ এই কোচ রায়ান মাসাজেদি। ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক বিমল ঘোষ বলেন, ‘শুরুতে আমরা আলিপোর আরজির সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনিও আগ্রহ দেখিয়েছিলেন। শেষ মুহূর্তে আলিপোর আরজি ব্যক্তিগত কারণে আসতে পারেননি।

এর ফলে আমরা নতুন কোচ খুঁজছিলাম। রায়ান মাসাজেদির মতো একজন দক্ষ কোচও পেয়ে যাই। তাই কালবিলম্ব না করে তাকেই আমরা আসন্ন দুটি সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ (কাভা) আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং এসএ গেমসের জন্য বেছে নিয়েছি।’ তিনি যোগ করেন, ‘২২ অক্টোবর ঢাকায় কাভা চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। যেখানে স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তানসহ ৯ দেশ অংশ নেবে। এরপর ডিসেম্বরে মালদ্বীপে রয়েছে নারী সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ। সেখানে আমরা অংশ নেব।

পরবর্তী সময়ে জানুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এসএ গেমস।’ এসএ গেমসে পদক পুনরুদ্ধারে বিমল ঘোষ বলেন, ‘এসএ গেমসে আমরা দীর্ঘদিন ধরে পদকহীন। হারানো পদক পুনরুদ্ধার করতেই কোচ মাসাজেদিকে আনা হয়েছে। আশা করছি তিনি আমাদের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন। একই সঙ্গে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপও জিততে চাই।’ নতুন কোচ মাসাজেদিও বাংলাদেশকে প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন বলে জানান। তার কথা, ‘এখানে আসার আগে বাংলাদেশ সম্পর্কে আমি জেনেছি। তাদের প্রত্যাশাও আমার জানা। তাই আমি চেষ্টা করব, তাদের পদক পুনরুদ্ধারের সেই স্বপ্ন বাস্তবায়নে।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!