ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বিরুদ্ধে বান্ধবীর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে একাধিক শিক্ষার্থীকে সেক্সুয়ালি হেনস্তার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী কমিটির কাছে সামাজিক ও মানসিক হেনস্তার বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দুই শিক্ষার্থী।
এ ঘটনায় ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন- ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সুরাইয়া ইয়াসমিন শোভা এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের নাফিজ আহমেদ। আর অভিযুক্ত শিক্ষার্থী হলেন লোকপ্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের জান্নাতুল মাওয়া স্নেহা।
পৃথক দুই অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, তারা দুজনেই তাদের সহপাঠী দ্বারা (জান্নাতুল মাওয়া স্নেহা; বিভাগ-লোকপ্রশাসন ২০-২১) সামাজিক যোগাযোগমাধ্যমে সেক্সচুয়ালি হেনস্তার শিকার হয়েছেন। তাদের নাম ও ছবি বিকৃতভাবে ব্যবহার করে বিভিন্ন অসঙ্গতিপূর্ণ, অপমানজনক ও কুরুচিপূর্ণ কনটেন্ট প্রকাশ ও প্রচার করা হচ্ছে, যা তাদের ব্যক্তিগত মর্যাদা, সামাজিক অবস্থান ও মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রীকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন