শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অটোরিকশার ধাক্কায় আতিকুর রহমান আতিক (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত বুধবার দুপুরে পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় টিফিন কিনতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকায় নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। নিহত আতিক উত্তর গড়কান্দা গোনাপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে এবং বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। দুর্ঘটনার পর চালক অটোরিকশা ফেলে পালিয়ে যায়। নিহতের বাবা কফিল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন