জয়পুরহাটের পাঁচবিবিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ চন্দ্র (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাঁচবিবি রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ পৌরসভার তুরিপাড়া মহল্লার মৃত নিলমুনি চন্দ্রের ছেলে। স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন পলাশ সকাল থেকে রেললাইন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন