ফরিদপুরের সালথায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দিন আহমেদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুর ইসলাম, সালথা থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধান এবং ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ। সভাপতির বক্তব্যে মামুন সরকার বলেন, আইনশৃঙ্খলা উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে ও সংঘর্ষ রোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন