রাঙামাটির রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মুন্সিপাড়ায় কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী প্রেমা তালুকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞ্যো মারমা।
এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা বেগম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেত্রীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে প্রেমা তালুকদার বলেন, ‘মহিলা নেত্রী-কর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। রাজনীতিতে মহিলাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন