খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে আধাবেলা সড়ক অবরোধ করেছে জুম্ম ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় শুরু হয়ে দুপুর ১২টায় এ অবরোধ শেষ হয়। অবরোধের কারণে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাজেকগামী পর্যটকরা।
সরেজমিনে দেখা যায়, অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাখেন বিক্ষুব্ধরা। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গী সেতু এলাকা, স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পেরাছড়া, টেকনিক্যাল স্কুল; খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল, ৯ মাইলসহ বিভিন্ন সড়কে অবরোধকারীদের উপস্থিতি দেখা গেছে। এসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। গতকাল খাগড়াছড়ির শহরে সাপ্তাহিক বাজারের দিন হলেও পাহাড়ি ক্রেতা ও বিক্রেতাদের বাজারে দেখা যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন বলেন, এ ঘটনায় থানায় মামলা ও অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলা করেন। মামলা হওয়ার আগেই এক যুবককে সেনাবাহিনীর সহায়তায় আটক করা হয়।
উল্লেখ্য, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী গত মঙ্গলবার রাতে গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন