শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আব্দুল আহাদ, সিলেট

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০১:৪৬ এএম

ব্যাটারিচালিত রিকশার তান্ডব  নগরজুড়ে নৈরাজ্য, জনদুর্ভোগ চরমে

আব্দুল আহাদ, সিলেট

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০১:৪৬ এএম

ব্যাটারিচালিত রিকশার তান্ডব  নগরজুড়ে নৈরাজ্য, জনদুর্ভোগ চরমে

নগরীতে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করে জনজীবন অচল করে দিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। অবৈধ রিকশার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযানের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শহরের প্রধান সড়কগুলো অবরোধ করে রাখে শত শত রিকশাচালক। তাদের এই আকস্মিক বিক্ষোভে নগরজুড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে।

ঘণ্টার পর ঘণ্টা ধরে শত শত মানুষকে রাস্তায় আটকে থাকতে হয়েছে। জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়া রোগী, অফিসগামী কর্মচারী এবং শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। বিক্ষোভকারীরা শুধু রাস্তা অবরোধ করেই ক্ষান্ত হয়নি, বিভিন্ন স্থানে যানবাহনে ভাঙচুরের মতো ঘটনাও ঘটিয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলে।

নগরবাসীর অভিযোগ, এই ব্যাটারিচালিত রিকশাগুলো দীর্ঘদিন ধরেই ট্রাফিক বিশৃঙ্খলা, ঘন ঘন দুর্ঘটনা এবং বিদ্যুৎ অপচয়ের প্রধান কারণ। অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকরা দ্রুতগতিতে রিকশা চালিয়ে প্রতিনিয়ত ঝুঁকি বাড়িয়ে চলেছে। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে রিকশা চার্জ দেওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়ও চাপ বাড়ছে। এই কারণে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

তবে রিকশাচালকদের দাবি, পারমিট ছাড়া রিকশা চালানো বন্ধ করে দিলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। তাদের এই প্রতিবাদ শহরের শৃঙ্খলা ও নিরাপত্তার বিরুদ্ধে একটি সরাসরি আঘাত। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সংকট শুধু একটি বিক্ষোভ নয়, এটি নগরীর শৃঙ্খলার ওপর একটি গুরুতর আঘাত। দ্রুত এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। নগরবাসী এখন কেবল একটি স্থিতিশীল পরিবেশের জন্য অপেক্ষা করছে, যেখানে তাদের নিরাপত্তা ও জীবনযাত্রার মান নিশ্চিত হবে।

‘সিলেট ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে চালকরা লাঠি, বাঁশ ও রিকশা নিয়ে মিছিল করেন এবং ব্যস্ততম সড়কে হঠাৎ করে দাঁড়িয়ে যান চলাচল কার্যত বন্ধ করে দেন। এতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।

সকাল থেকেই চালকরা চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন। দুপুর ১২টার দিকে কয়েকশ চালক মিছিল নিয়ে চৌহাট্টা মোড়ে এসে সড়কে বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করার চেষ্টা করেন। পুলিশি হস্তক্ষেপে বড় ধরনের অচলাবস্থা ঠেকানো গেলেও পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে।

চালকদের মুখে ছিল নানা ধরনের উত্তেজক স্লোগানÑ ‘রিকশা চালাতে দাও’, ‘পারমিট দাও, না হলে রাস্তায় আগুন জ্বলবে’, ‘গরিবের পেটে লাথি মারো না’। শহরের বিভিন্ন পথ অতিক্রম করে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন এবং রাজপথ দখলে রেখে চলেন।

অবস্থা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা থাকায় তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। তবে এখনো কোনো সংঘর্ষ বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!