আট বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা! দক্ষিণী বিনোদন দুনিয়ায় জোর গুঞ্জন, পূজার আবহেই নাকি শুভ কাজ সেরে ফেলেছেন তারকাযুগল! বিজয়ের হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন। এখন চার হাত এক হওয়ার অপেক্ষা।
গুঞ্জনের এখানেই কিন্তু শেষ নয়! সব ঠিক থাকলে প্রেমের মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন যুগলে। ফেব্রুয়ারিতে, অর্থাৎ প্রেম দিবসের আবহে সাতপাকে বাঁধা পড়বেন তারা। তা হলে এত গোপনীয়তা কেন?
শোনা যাচ্ছে, বিয়ের আগে নাকি নিজেদের ভালো ভাবে পরখ করে দেখে নিতে চান বিজয়-রাশমিকা। তাই বাগদানের পরেও মাস তিনেক সময় নিচ্ছেন। প্রকাশ্যে আনছেন না তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এও জানা গিয়েছে, দুই পরিবারের সম্মতি এবং উপস্থিতিতেই নাকি বাগদান সম্পন্ন হয়েছে। যদিও দুই তারকার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।
বাগদানের গুঞ্জন ছড়াতেই আনন্দে ভেসেছেন দুই তারকার অনুরাগীরা। সমাজমাধ্যমে শুভেচ্ছার প্লাবন। তারকাযুগলের ছবি দিয়ে অভিনন্দন জানিয়েছেন সকলে।
বিজয়-রাশমিকার এত গোপনীয়তা নিয়েও উঠেছে প্রশ্ন! গত আট বছর ধরে যারা সম্পর্কে, প্রায়ই ইতিউতি দেখা গিয়েছে যাদের, অন্তরঙ্গ সময় কাটাতে উড়ে গিয়েছেন বিদেশেÍ তারা নিজেদের ভালোবাসায় আস্থা রাখতে পারছেন না? দক্ষিণী বিনোদন দুনিয়ার অনুমান, এর আগেও যেহেতু একবার বাগদান ভেঙেছে রাশমিকার, সম্ভবত সেই কারণেই এত গোপনীয়তা।
রাশমিকার প্রথম বাগদান হয় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে, ২০১৭-এর জুলাইয়ে। যদিও সেই বাগদান ২০১৮-র সেপ্টেম্বরে ভেঙে যায়। সেই সময় শোনা গিয়েছিল, ২০১৮-র হিট সিনেমা ‘গীত গোবিন্দম’ এবং ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’ নাকি বদলে দিয়েছে রাশমিকার জীবন! জুটি বাঁধার সুবাদে তখন থেকেই তিনি বিজয়ের প্রতি দুর্বল। তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। সম্পর্কের গুঞ্জন জোরালো হয় ২০২৩-এ। যখন তারা মলদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন