মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১১:০৬ পিএম

এমপিও শিক্ষকদের বাড়িভাড়া  ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১১:০৬ পিএম

এমপিও শিক্ষকদের বাড়িভাড়া  ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব 

আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ, চিকিৎসাভাতা বৃদ্ধি ও কর্মচারীদের বোনাস ৭৫ শতাংশে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাবে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে উৎসবভাতা বাবদ মূল বেতনের ৫০ শতাংশ, চিকিৎসাভাতা মাসিক ৫০০ টাকা এবং বাড়িভাড়া মাসিক এক হাজার টাকা করে পাচ্ছেন।

নতুন প্রস্তাবে এই তিনটি ভাতা পুনর্নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা, চিকিৎসাভাতা ৫০০ থেকে ১ হাজার টাকা এবং কর্মচারীদের উৎসবভাতা ৫০ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

শিক্ষক সংগঠনগুলোর দাবি অনুযায়ী, নির্দিষ্ট টাকার পরিবর্তে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাবের সম্ভাব্য আর্থিক ব্যয়ও বিস্তারিতভাবে হিসাব করে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবে আরও বলা হয়েছে, বর্তমানে মাউশির আওতাধীন স্কুল-কলেজগুলোতে মাসিক এক হাজার টাকা করে বাড়িভাড়া দিতে সরকারের ব্যয় হয় প্রায় ৩৯ কোটি ১৩ লাখ টাকা, যা বছরে ৪৬৯ কোটি ৫২ লাখ টাকা। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া নির্ধারণ করা হলে মাসিক ব্যয় দাঁড়াবে ১৯৬ কোটি টাকা এবং বাৎসরিক ব্যয় হবে ২ হাজার ৩৫১ কোটি ৯৫ লাখ টাকা।

প্রস্তাবনা অনুযায়ী, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর বাড়িভাড়া ২০ শতাংশ হারে নির্ধারণ করলে বছরে সরকারের ব্যয় দাঁড়াবে ১ হাজার ১২৩ কোটি টাকা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানে বর্তমানে মাসে ব্যয় হয় ২ কোটি ৩১ লাখ টাকা, যা নতুন প্রস্তাবে বেড়ে হবে প্রায় ১৪১ কোটি ৯০ লাখ টাকা।

তবে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়ার চারটি বিকল্প হিসাবও অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছেÑ ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ হারে। এতে দেখা যায়Ñ ২০ শতাংশ হারে বা ন্যূনতম ৩ হাজার টাকা দিলে বছরে ব্যয় হবে ৩ হাজার ৪০০ কোটি ২৪ লাখ টাকা। ১৫ শতাংশ হারে বা ন্যূনতম ২ হাজার টাকায় ২ হাজার ৪৩৯ কোটি ২৬ লাখ টাকা। ১০ শতাংশ হারে ১ হাজার ৭৬৯ কোটি ৬৪ লাখ টাকা এবং ৫ শতাংশ হারে ১ হাজার ৩৭১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় হবে।

প্রস্তাবে আরও বলা হয়, বর্তমানে শিক্ষকরা যে মাসিক ৫০০ টাকার চিকিৎসাভাতা পান, তা বর্তমান চিকিৎসা ব্যয়ের তুলনায় অপ্রতুল। এ জন্য চিকিৎসাভাতা ১ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব পাঠানো হয়েছে।

এ ছাড়া, এমপিওভুক্ত কর্মচারীদের বোনাস ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। শিক্ষকদের বোনাস ৫০ শতাংশই বহাল থাকবে।

বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী জানান, শিক্ষা উপদেষ্টার অনুমোদনের পর প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনুমোদন পেলে শিক্ষক-কর্মচারীরা নতুন হারে ভাতা পাবেন। তবে অনুমোদনের আগে নির্দিষ্ট শতাংশ বলা সম্ভব নয়।

প্রসঙ্গত, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর ২০২৪ সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজার ৪৪৭টি। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক ও ১ লাখ ৭৭ হাজার কর্মচারী।
 

রূপালী বাংলাদেশ

Link copied!