ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ, দুর্নীতি ও কথিত মাফিয়া চক্রের দৌরাত্ম্যের প্রতিবাদে পাইকগাছায় এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় পাইকগাছা পৌর সদরের ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক আলহাজ মুরশাফুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- শফিয়ার রহমান, কাজী মোস্তাক আহমেদ, হাফেজ মেসবাহ উল আলম, শাহাদাৎ হোসেন তালিম, সাকিবসহ অনেকে।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে সুশাসন ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে এবং দক্ষ কর্মকর্তাদের পুনর্বহাল করতে হবে, যাতে ব্যাংকটি আবারও জাতীয় অর্থনীতির মেরুদ- হিসেবে ভূমিকা রাখতে পারে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের প্রভাব ও সিন্ডিকেটের অধীনে চলে গেছে। শেয়ার মালিকানা, পরিচালনা পর্ষদ ও নিয়োগ প্রক্রিয়ায় গোষ্ঠীস্বার্থকে অগ্রাধিকার দেওয়ায় ব্যাংকটি তার সুনাম হারিয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন