কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক ২ বারের চেয়ারম্যান ও সাবেক এমপি, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার পুত্র মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানা পুলিশ। দাউদকান্দি মডেল থানা ওসি মো. জুনায়েত চৌধুরী সোমবার বলেন, গ্রেপ্তারকৃত মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক ৩ জন নিহত নিহতের ঘটনায় পৃথক ৩টি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন