মাহফুজা বেগম ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন আট মাস আগে। ওই শোক কাটতে না কাটতেই গত রোববার ভোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন তার ছেলে নেছার পাটোয়ারী।
নেছার পাটোয়ারী (৩২) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকার ইউসুফ পাটোয়ারী ও মাহফুজা বেগম দম্পতির ছেলে। তারা দুই বোন ও এক ভাই। নেছার নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় ব্যবসা করতেন। থাকতেন সেখানেই।
নেছার পাটোয়ারীর চাচা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিপন মীর বলেন, গত সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন নেছার পাটোয়ারী। এরপর বিআরবি হাসপাতালে ভর্তি হন। গত রোববার সকালে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; কিন্তু সবকিছু ছেড়ে না ফেরার দেশে চলে যান তিনি। রোববার দুপুরে জোহরের নামাজের পর উপজেলার নারায়ণপুর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
‘আমাদের দুই বোনের একটাই ভাই। মাকে হারিয়ে ভাইকে নিয়েই সান্ত¡না পেতাম। ভাইয়ের দিকে তাকালেই মা হারানোর শোক ভুলে যেতাম। সেই ভাইও আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। আমরা বড়ই নিঃস্ব হয়ে গেলাম। ভাই হারানোর এই কষ্ট ভুলব কেমনে- কাঁদতে কাঁদতে এসব শোক ও কষ্টের কথা জানালেন দুই বোন বিউটি আক্তার ও নারগিস আক্তার।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন