ভোলার চরফ্যাশনে ব্যক্তিমালিকানাধীন ইকরা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এক প্রসূতিকে অদক্ষ নার্স ও আয়া দিয়ে নরমাল ডেলিভারি করার সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ডায়াগনস্টিকের পরিচালক পলি ও চিকিৎসক আঁখি আক্তারের অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নবজাতকের বাবা মো. বাবুল। গত রোববার বিকেল ৪টার দিকে চরফ্যাশন উপজেলার করিমজান মহিলা মাদ্রাসা রোডে অবস্থিত ইকরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত নবজাতকের বাবা বাবুল ও মা তাসলিমা বেগম উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নিহত নবজাতকের বাবা বাবুলের অভিযোগ, ইকরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে গাইনি চিকিৎসক হিসেবে আঁখি আক্তার নিয়োজিত আছেন। এ দুই ক্লিনিক পরিচালনা করেন পলি। তার স্ত্রী তাসলিমা অন্তঃসত্ত্বা থাকাকালীন ডা. আঁখির কাছে নিয়মিত চিকিৎসা নিয়েছেন। গত রোববার মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে ডা. আঁখির কাছে স্ত্রীকে নিয়ে আসেন। এ সময় আঁখি কোনোরকম তার স্ত্রীকে দেখে ইকরা হাসপাতালে রেফার করেন। পরে ইকরাতে তার স্ত্রীকে ভর্তি করেন। কিন্তু ডা. আঁখি আক্তার ভর্তি হওয়ার পর হাসপাতালে উপস্থিত হয়নি এবং তার কোনো খোঁজখবর নেয়নি। বিকেল সাড়ে ৩টার দিকে ইকরা হাসপাতালের অদক্ষ নার্স ও আয়া দিয়ে ডেলিভারি সম্পন্ন হয়। তবে স্ত্রীর ডেলিভারির সময় তাকে ও তার পরিবারের কাউকে কিছুই জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে হাসপাতালে পরিচালক পলি ও ডাক্তার আঁখির অবহেলা ছিল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন