‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’Ñ এই স্লোগানে ঝালকাঠিতে উদযাপিত হয়েছে বিশ্ব বসতি দিবস। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। সভায় বক্তারা বলেন, টেকসই নগর উন্নয়নের জন্য পরিকল্পিত বসতি গড়ে তুলতে হবে।
অপরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা ও পরিবেশদূষণ রোধে সরকারি সংস্থার পাশাপাশি নাগরিকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, আবাসন খাতে পরিকল্পিত উন্নয়ন ও পরিবেশবান্ধব উদ্যোগই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য শহর গড়ে তুলতে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন