জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা শহরের স্কাই ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা নায়েবে আমির ড. মো. খায়রুল আনাম এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন