বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১২:১১ এএম

দাবি মানতে ১৮ ঘণ্টার আল্টিমেটাম এমপিও শিক্ষক-কর্মচারীদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১২:১১ এএম

দাবি মানতে ১৮ ঘণ্টার  আল্টিমেটাম এমপিও  শিক্ষক-কর্মচারীদের

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা নির্ধারণসহ তিন দফা দাবিতে প্রজ্ঞাপন জারি না করলে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

গতকাল বুধবার বিকেল ৫টায় শাহবাগের অবরোধ ছেড়ে দেওয়ার আগে এ ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর সদস্যসচিব শিক্ষক দেলাওয়ার হোসেন আজিজী। তিন ঘণ্টা শাহবাগ ব্লকেড শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে অধ্যক্ষ আজিজী বলেন, ‘বুধবারের (গতকাল) মধ্যে আমাদের তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে আমরা আর তিন দফায় থাকব না। বৃহস্পতিবার (আজ) সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলন শুরু হবে। আর বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করব’।

এদিকে গতকাল শিক্ষকদের শাহবাগ অবরোধে তীব্র যানজট দেখা দেয় রাজধানীজুড়ে। গরম আর যানজটে চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। 

অন্যদিকে শিক্ষক ও কর্মচারীদের দাবি অনুযায়ী, বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে এ চিঠি দেওয়া হয়। তবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২২ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ দুজন নীতিনির্ধারক দেশে না থাকায় এ বিষয়ে সিদ্ধান্তও নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সরকারি সূত্রগুলো।

এর আগে গতকাল দুপুর ১টা ৪৫ মিনিটে শহিদ মিনার থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগের দিকে রওনা দেন শিক্ষকরা। লংমার্চ করে জাতীয় জাদুঘরের সামনে এলে পুলিশ ব্যারিকেড তৈরি করে তাদের বাধা দেয়।  পরে বাধা উপেক্ষা করে শিক্ষকরা শাহবাগ অবরোধ করেন। বিকেল ৫টা পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে রাখেন। এ সময় শিক্ষকদের স্লোগানে স্লোগানে ছড়িয়ে পড়ে ক্ষোভের উত্তাপ।

বিকেলে শিক্ষকদের সঙ্গে শাহবাগে কথা বলতে আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শিক্ষক নেতাদের ভাষ্য, তারা (সাকি ও মঞ্জু) দাবি-দাওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে দর কষাকষি করতে এসেছিলেন। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু বলেন, ‘আমরা আপনাদের একটা কথা উনাদের কাছে জানাতে চাই, সেই কথাটা কি শুধু ২০ পারসেন্ট।’ এ সময় শিক্ষক-কর্মচারীরা ‘ভুয়া, ভুয়া’, ‘দালাল, দালাল’, ‘২০ পারসেন্ট’ ‘২০ পারসেন্ট’ ঘোষণা দেন।

শিক্ষক নেতারা দুই নেতাকে স্পষ্ট জানিয়ে দেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে তারা অনড়।

পরে জুনায়েদ সাকি বলেন, ‘আপনাদের তিন দফা দাবি আমরা শুনেছি। জনসমাবেশে তো কথা হতে পারে না। শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থা কী জানতে হবে। সরকারের দাবি কী শুনবেন, সরকারের বাস্তবতা কী সেটা জানবেন। সরকারের প্রস্তাব তো শুনতে হবে। যদি না শোনেন, যদি আপনারা বসতে না চান। তাহলে আপনাদের দাবি আমরা জানিয়ে দেব।’

পরে বিকেল ৫টার দিকে শাহবাগ ছেড়ে শহিদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফেরেন শিক্ষকরা। বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলন চলাকালে পুলিশি নির্যাতনের শিকার হন তারা। তাদের অবস্থান কর্মসূচি সরিয়ে নেওয়া হয় শহিদ মিনারে। সেখান থেকে গত মঙ্গলবার বিকেলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলে শিক্ষকদের হাইকোর্ট মাজার গেটে আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থান নেন শিক্ষকরা। পরে শহিদ মিনারে ফিরে গতকাল দুপুরে শাহবাগ অবরোধে যান তারা।

শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলবে। শিক্ষকদের তিন দফা দাবি হলোÑ এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ করা, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দিতে হবে।

যানজটে স্থবির ঢাকা : এদিকে শিক্ষকদের শাহবাগ মোড় অবরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর প্রভাব পড়ে আশপাশের এলাকার সড়কগুলোতেও। ফলে গরমের মধ্যে তীব্র যানজটে নাকাল অবস্থার মধ্যে পড়ে নগরবাসী।

সরেজমিনে দেখা গেছে, এ সময় পল্টন থেকে শাহবাগগামী গাড়িগুলো মৎস ভবন থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে কাকরাইল, বেইলি রোড, পল্টন এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। একইভাবে ধানমন্ডির দিক থেকে শাহবাগের দিকে আসা গাড়িগুলো কাঁটাবন থেকে ঘুরে যাচ্ছে। এতে সায়েন্সল্যাব থেকে কাঁটাবন, নীলক্ষেত, এলিফ্যান্ট রোডে যানজট তৈরি হয়েছে। অন্যদিকে, বাংলামোটর থেকে শাহবাগে আসা গাড়ি শেরাটন থেকে ঘুরে যাচ্ছে। এতে বাংলামোটর, কারওয়ান বাজার, পরিবাগ, মগবাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একে তীব্র গরম ও যানজটে এসব রাস্তায় চলাচলকারী মানুষরা গাড়ি থেকে নেমে হেঁটে রওনা দিচ্ছেন নিজ গন্তব্যের উদ্দেশে।

পল্টন থেকে ধানমন্ডিতে যেতে বাসে ওঠেন নাজনিন আক্তার। শাহবাগ বন্ধ থাকার ফলে তিনি বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের পথে রওনা দেন। নাজনিন বলেন, ‘আমার এক আত্মীয় ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি। তাকে দেখতে যাচ্ছি। কিন্তু শাহবাগ বন্ধ থাকায় মৎস্য ভবনে নেমে হেঁটে রওনা দিয়েছি। ভাবছি সামনে গিয়ে রিকশা নেব।’

রূপালী বাংলাদেশ

Link copied!