সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের হাতিডহর, নগরকান্দি, টাকারবন্দ ও মির্জারচক গ্রামের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হাতিডহর-নগরকান্দি সড়ক এখন চরম বেহাল অবস্থায়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি প্রায় সম্পূর্ণরূপে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিনই এ সড়কে ঘটছে নানা দুর্ভোগ; দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে। সড়কটির পাশেই রয়েছে নগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারটি মসজিদ ও শতাধিক পরিবারের বসবাস। প্রতিদিন স্কুলগামী শিশু, বাজারগামী নারী-পুরুষ, রোগীবাহী যানবাহন ও কৃষিজ পণ্য পরিবহনকারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ পথ। বিশেষ করে কৃষকদের ধান রোপণ ও কাটার মৌসুমে এ সড়কই প্রধান ভরসা। কিন্তু বর্তমানে কর্দমাক্ত ও গর্তভরা রাস্তাটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
বর্ষাকালে রাস্তাজুড়ে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়, যা পরিণত হয়েছে মরণফাঁদে। এতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। স্থানীয়দের ভাষ্য, রাস্তাটির সরকারি আইডি নম্বর (৬৯১৯৪৪০৭৫) থাকলেও বহু বছর ধরে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। নির্বাচনের আগে প্রতিশ্রুতি মিললেও পরে কেউ আর ফিরে তাকান না।
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার ছেলেমেয়েরা স্কুলে যেতে গিয়ে কাদায় পড়ে যায়, বইপত্র নষ্ট হয়। এই কষ্ট কি আর কারও চোখে পড়ে না?’
কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মইন বলেন, ‘এই সড়কের অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। আমি একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু এখনও কোনো বরাদ্দ মেলেনি।’
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, সড়কের শুরুর পাকা অংশ সংস্কারের জন্য ৪৭ লাখ ২১ হাজার ৭৮৭ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
এ প্রসঙ্গে স্থানীয় ভুক্তভোগী মো. আব্দুল হাসিব মানিক বলেন, ‘আমরা এতদিন ধরে কাঁচা অংশটি পাকা করার দাবি জানিয়ে আসছি। অথচ হঠাৎ দেখা যাচ্ছে, বরাদ্দ দেওয়া হয়েছে পাকা অংশে! এটি যেন তেল দেওয়া মাথায় আবার তেল দেওয়ার মতো।’ স্থানীয়দের দাবি, উন্নয়ন কেবল বক্তৃতা ও পোস্টারে নয়Íবাস্তবেও দেখতে চান তারা। একটি গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর অবহেলিত থাকা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। তাই দ্রুত পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন