নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় একটি মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যকার দ্বন্দ্বের জেরে বাতেন নামে এক কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বাতেন উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর কোনাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে এবং ইউনিয়ন কৃষক দলের সদস্য। এ সময় নিহতের ছেলে আজিজুলও সন্ত্রাসীদের কোপে আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাতেনের মৃত্যু হয়। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, ইউনিয়ন বিএনপির সভাপতি করিমের নেতৃত্বে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।
আহত আজিজুলের স্ত্রী নুসরাত জানান, রসুলপুর কেন্দ্রীয় মসজিদের কমিটি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি করিমের সঙ্গে তার শ্বশুর বাতেনের কথা-কাটাকাটি হয়। এরই জেরে করিমের নেতৃত্বে তার লোকজন স্বামী আজিজুল ও শ্বশুর বাতেনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুজনকে উপর্যুপরি কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাতে প্রথমে স্থানীয় মালেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) সকালে বাতেনের মৃত্যু হয়। নুসরাত আরও বলেন, আমার স্বামী আজিজুলের অবস্থাও আশঙ্কাজনক। দোষীদের দ্রুত গ্রেপ্তার করাসহ আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসিরউদ্দিন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যেই আসামিদের পুলিশ গ্রেপ্তারে সক্ষম হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন