শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৩:২২ এএম

কথা রাখলেন না মাহি

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৩:২২ এএম

কথা রাখলেন না মাহি

সমালোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার ও অপু বিশ্বাসের মতো স্বৈরাচার শেখ হাসিনার দোসর হিসেবে সুপরিচিত আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ কয়েক বছর ধরে কিছুতেই বিতর্ক তার পিছু ছাড়ছে না। সিনেমা দিয়ে আলোচনায় না আসতে পারলেও ব্যক্তিজীবনে বেশ সমালোচনায় মাহি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন এই চিত্রনায়িকা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি। এই পদ ব্যবহার করে নিয়েছেন নানা সুবিধাও।

একাদশ সংসদের উপনির্বাচনে হাসিনার ‘রাতের ডামি ভোট’-এ চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি মাহি। এলাকা পরিবর্তন করেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ি-তানোর) আসন থেকে আবারও দলীয় মনোনয়ন চাইলে দল তার ওপর ভরসা করতে পারেননি। ফলে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলে ব্যর্থ হন মাহি। শুধু তাই নয়, এমন ভরাডুবি হয় যে জামানতও হারান এই অভিনেত্রী। এরপর আর নতুন সিনেমায় দেখা মেলেনি তার।

যদিও সেসময় মাহি বলেছিলেন, আর সিনেমা করবেন না তিনি। ২০২৪ সালের নির্বাচনের সময় রাজশাহীর গোদাগাড়ি এলাকার গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটারকে জড়িয়ে ধরে তার প্রশ্নের জবাবে মাহি বলেছিলেন, ‘আমার বাসা ম-মালা। আমি এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’

মাহির এমন আশ্বাস কথাতেই সীমাবদ্ধ ছিল। হেরে গিয়ে দ্বিতীয়বার যাননি ওই এলাকায়। এমনকি কারো খোঁজও রাখেননি। সেইসঙ্গে ‘আর সিনেমা করবেন না’ নিজের বক্তব্যের সেই সুর পরিবর্তন করে ফেললেন এই অভিনেত্রী। যুক্ত হয়েছেন নতুন সিনেমায়।

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানালেন, মাহিয়া মাহি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। মাহি নিজেও তার ফেসবুক আইডি এবং পেজে সেই সিনেমার পোস্টার পোস্ট করে তার অভিনয়ের খবরটির সত্যতা নিশ্চিত করেন!

লেডি অ্যাকশন ঘরানার সিনেমাটির নাম ‘অন্তর্যামী’। জানা গেছে, এটি পরিচালনা করবেন সৈকত নাসির। সিনেমার গল্প এগোবে মাহি ও একটি ৯ বছরের শিশুকে কেন্দ্র করে। এতে কোনো নায়ক থাকবে না।

জাজ মাল্টিমিডিয়া জানায়, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে এর শুটিং হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

ইতোমধ্যেই একটি পোস্টার শেয়ার করা হয়েছে জাজের পক্ষ থেকে। যেখানে মাহির রহস্যময় উপস্থিতি দেখা গেছে। পোস্টারে যা লেখা তার বাংলা করলে দাঁড়ায়, সে ফিরে এসেছে। সে তোমার মন পড়তে পারে। সে সহজাতভাবেই। জোর করে বললে, সে খুন করতে প্রস্তুত।

আবদুল আজিজ বলেন, ‘অগ্নি ২’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’র গল্প। পুরো সিনেমাটিই মাহি ও একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকটাই আত্মগোপনে ছিলেন মাহি। ২৪ সালের আগস্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এক ভিডিওবার্তায় বিষয়টি জানিয়েছেন মাহি নিজেই। এ ঘটনার পর আবারও আড়ালে চলে যান মাহি। চলতি বছরের জুনে অনেকটা চুপিসারে প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতা নিয়ে দেশ ছাড়েন এবং যুক্তরাষ্ট্রে পাড়ি জমান হত্যা মামলার এই আসামি।

এদিকে, দেড় বছর আগে মাহিয়া মাহি বলেছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি তাকে। দুজন-দুজনার মতো করেই ব্যস্ত ছিলেন। কয়েক মাস ধরে মাহি রয়েছেন যুক্তরাষ্ট্রে, আর স্বামী রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না।

সম্প্রতি হঠাৎ করেই স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেন মাহি। ভালোবাসার ইমোজি দিয়ে মাহি সেই ছবির ক্যাপশনে লিখেন, ‘মাশাআল্লাহ।’ এর ঠিক এক ঘণ্টা আগে একই স্থিরচিত্র পোস্ট করেন রাকিব সরকারও। মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে রহস্য তৈরি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি মাহি-রাকিব দুজনের কেউই।

জানা গেছে, মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্বের আবেদন করেছেন। নাগরিকত্ব পাওয়ার সুবিধার্থে সাবেক স্বামীর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে তা বোঝাতেই ছবি প্রকাশ করেছেন। সহসাই দেশে ফিরছেন না তিনি।

মাহিকে সর্বশেষ অতিথি চরিত্রে দেখা যায় আরশাদ আদনান প্রযোজিত এবং শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমায়। এতে তিনি শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এর আগে শামীম আহমেদ রনির ‘বুবুজান’ সিনেমাতে দেখা গেছে তাকে। এরপর তাকে নিয়ে একাধিক সিনেমার ঘোষণা এলেও কোনোটির শুটিং কিংবা মুক্তির খবর পাওয়া যায়নি। ২০১৮ সালের পর মাহি অভিনীত যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার সবগুলোই হয়েছে সুপারফ্লপ।

রূপালী বাংলাদেশ

Link copied!