বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১২:৫৫ এএম

আজ তৃতীয় ওয়ানডে

সিরিজ জয়ের উৎসবের অপেক্ষায় বাংলাদেশ

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১২:৫৫ এএম

সিরিজ জয়ের উৎসবের  অপেক্ষায় বাংলাদেশ

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বেলা দেড়টায় শুরু হবে। দুই দলের তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচে ৭৪ রানের জয় পায় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ যারা জিতবে, তারাই সিরিজ জয়ের উৎসব করবে। ফলে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। মিরপুরে মঞ্চে কাদের মুখে জয়ের হাসি ফুটবে, তা দেখার জন্য শুধু সময়ের অপেক্ষা।

আগের ম্যাচেই সিরিজ জয়ের উচ্ছ্বাস করতে পারত বাংলাদেশ। কিন্তু ক্যাচ মিস আর ব্যাটিংয়ে অদক্ষতার কারণে পরাজয় বরণ করতে হয়েছে লাল-সবুজের জার্সিধারীদের। দ্বিতীয় ওয়ানডেতে ইনিংসের শেষ বলে ক্যাচ মিস করলেন নুরুল হাসান সোহান। ক্যাচটি নিতে পারলে অলআউট হতে পারত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই ক্যাচ মিসে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেই সুপার ওভারেও সুপার ফ্লপ ছিল বাংলাদেশ। ভাগ্য নির্ধারণী সুপার ওভারে দুর্দান্ত ফর্মে থাকা খেলোয়াড়কে বসিয়ে রেখে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তদের প্রতি ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। ফল যা হওয়ার তাই হয়েছে। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের করা ১০ রানের টার্গেট টপকাতে পারল না বাংলাদেশ।

৯ রানে থেমে যায় স্বাগতিকেরা। ১ রানের রোমাঞ্চ ছড়ানো জয় পেয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। তবে গত ম্যাচের হতাশা ভুলে আজ তৃতীয় ওয়ানডেতে নতুন শুরু করতে চাইবে বাংলাদেশ। সিরিজ জয়ের অভিন্ন লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। মিরপুরের কালো মাটির উইকেটে স্পিন শক্তি দেখিয়েই সিরিজ নিজেদের করে নেওয়ার পরিকল্পনা তাদের। যদিও স্পিন উইকেট তৈরি করে নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে! কেননা, গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পুরো ৫০ ওভার বোলিং করিয়েছে স্পিনারদের দিয়ে। এক ওভারও বোলিং করেননি তাদের কোনো পেস বলার, যেটি বিশ^ রেকর্ড হয়েছে। স্পিন উইকেটে যে ফায়দা তুলে নেওয়ার চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজও, তা আর বলার অপেক্ষা রাখে না। আজ তারা আবারও স্পিন শক্তির মহড়া দেবে, এটা একপ্রকার নিশ্চিত বলা যায়।

সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিরিজ জিততে হলে দুই দলের জন্যই ভালো ব্যাটিংয়ের বিকল্প নেই। মিরপুরে লো স্কোরিং ম্যাচ হলেও স্কোর বোর্ড হৃষ্টপুষ্ট করতে না পারলে হতাশ হতে হবে। গত ম্যাচে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই ফিফটির ইনিংস খেলতে পারেননি। বেশির ভাগ ব্যাটসম্যান উইকেটে সেট হয়ে আউট হয়েছেন। নিজেদের পরিচিত টার্নিং উইকেটে মেহেদী হাসান মিরাজদের ব্যাটিংয়ে অভ্যস্ততা থাকলেও বাংলাদেশ প্রত্যাশিত রান স্কোর বোর্ডে তুলতে পারছে না, যেখানে একই উইকেটে ক্যারিবিয়ানরা ব্যাটিংয়ে দক্ষতার পরিচয় দিচ্ছেন। গত ম্যাচে উইন্ডিজ অধিনায়ক শাই হোপ পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অথচ সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা উপহার দিতে পারেননি। জয় পেতে হলে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে বাংলাদেশের। ব্যাটসম্যানের স্বরূপে জ¦লে উঠতে হবে। শেষ ওয়ানডে বাংলাদেশের একাদশে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ানো ম্যাচে কেমন একাদশ গঠন করে বাংলাদেশ, সেটিও দেখার বিষয়।

রূপালী বাংলাদেশ

Link copied!