ইউক্রেন যুদ্ধের সমাপ্তিতে গড়িমসি করার অভিযোগ তুলে রাশিয়ার দুই প্রধান জ¦ালানি কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই দিনে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) রাশিয়ার ওপর ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে। এতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতও অন্তর্ভুক্ত। বুধবার এ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই রাশিয়া পারমাণবিক অস্ত্রের বড় ধরনের মহড়া চালিয়ে শক্তি প্রদর্শন করেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় জ¦ালানি খাতের জায়ান্ট রোসনেফট ও লুকয়েলকে লক্ষ্য করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কোর অর্থায়নের পথ বন্ধ করা।
এই নিষেধাজ্ঞা এমন সময়ে এসেছে, যখন এক দিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যকার বৈঠক স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউস সম্প্রতি রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার দিকে নরম মনোভাব দেখালেও নতুন এই পদক্ষেপে নীতির পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘এখন হত্যাযজ্ঞ বন্ধের সময়, তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণাই একমাত্র সমাধান।’ তার মন্তব্যের পর বিশ্ববাজারে জ¦ালানি তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় ২ ডলার বেড়ে যায়। নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রতিবার ভøাদিমিরের (পুতিন) সঙ্গে কথা হয়, ভালোভাবেই আলোচনা শুরু হয়। কিন্তু পরে আর সেগুলোর কোনো অগ্রগতি হয় না।’
বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ৫ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় রাশিয়ার প্রধান তেলশিল্পের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ৬৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৫.২ শতাংশ বেড়ে ৬১.৫৩ ডলার হয়েছে। ট্রাম্প রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আমার শান্তি আলোচনা কোথাও এগোচ্ছে না, তাই এই পদক্ষেপ নেওয়া জরুরি। বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা বৈশ্বিক জ¦ালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে, ফলে বাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে। এদিকে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার জেরে রুশ তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমাচ্ছে ভারত। শিল্প সূত্রের বরাতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে ভারতই রুশ তেলের সবচেয়ে বড় আমদানিকারক হয়ে ওঠে। চলতি বছরের প্রথম ৯ মাসে দেশটি গড়ে দৈনিক প্রায় ১৭ লাখ ব্যারেল তেল আমদানি করেছে।
এদিকে, এই নিষেধাজ্ঞার জেরে রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমাচ্ছে ভারত। শিল্প সূত্রের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ওয়াশিংটন বুধবার রাশিয়ার বৃহৎ জ¦ালানি কোম্পানি রসনেফট ও লুকওয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে ইউক্রেন যুদ্ধ চালানোর অর্থের জোগান রোধ করা যায়। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে ভারতই রুশ তেলের সবচেয়ে বড় আমদানিকারক হয়ে ওঠে। চলতি বছরের প্রথম ৯ মাসে দেশটি গড়ে দৈনিক প্রায় ১৭ লাখ ব্যারেল তেল আমদানি করেছে। তবে এই রুশ তেল ইস্যুই এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্কের অর্ধেকই এই তেল আমদানির জন্য আরোপ করেছেন। সূত্র জানায়, ভারতের সবচেয়ে বড় বেসরকারি রিফাইনারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে তেল আমদানি ‘বড় পরিসরে কমানো বা পুরোপুরি বন্ধ করার’ পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানির পুনর্বিন্যাস চলছে এবং রিলায়েন্স ভারত সরকারের নির্দেশনার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্য রেখে কাজ করবে। ভারতের তেল মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে প্রভাবিত করতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংÑ এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় আসন্ন বৈঠকের আগে ট্রাম্প বলেন, শি রাশিয়ার ওপর বড় প্রভাব ফেলতে পারেন এবং ইউক্রেন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারেন। ইউক্রেন যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভøাাদিমির পুতিনকে প্রভাবিত করার ক্ষেত্রে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেনÑ এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় এ দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এর আগে এই মন্তব্য করলেন ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বাস করি, পুতিনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারেন শি। আমরা অবশ্যই রাশিয়া-ইউক্রেন বিষয়েও কথা বলব।’
রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প। গোটা বিশ্বে আরেক দফা বাড়ল দাম। ফলে উল্টো রাজস্ব বাড়বে মস্কোর। বুধবার ইউরোপীয় ইউনিয়নের একগুচ্ছ নিষেধাজ্ঞা প্রস্তাবের পর এমন মন্তব্য বিশ্লেষকদের। তারা বলছেন, ইউরোপের নিষেধাজ্ঞায় পুতিন সরকারের ওপর কোনো প্রভাবই পড়বে না। কারণ বিকল্প হিসেবে এশিয়ার বাজার ধরে ফেলেছে মস্কো। তাদের এখন সবচেয়ে বড় ক্রেতা ভারত ও চীন।
বৃহস্পতিবার রুশ কর্মকর্তারা এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর একাধিক বিস্ফোরণ ও সন্দেহভাজন ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি টেক্সলার জানান, বুধবার রাতে কোপেইস্ক শহরের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে ১০ জন মারা গেছেন এবং আরও পাঁচজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।গভর্নর টেক্সলার জোর দিয়ে বলেন, এই বিস্ফোরণগুলো ড্রোন হামলার কারণে ঘটেনি। স্বাধীন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরিত ওই কারখানা ‘প্লাস্টমাস’ নামের একটি প্লাস্টিক প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যা রুশ সেনাবাহিনীর জন্য আর্টিলারি গোলাবারুদও তৈরি করে এবং বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ইউক্রেন এবার সরাসরি রাশিয়ার ভেতরে আঘাত হেনেছে। ব্রিটেন নির্মিত ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটি রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় ভয়াবহ হামলা চালিয়েছে। ইউক্রেন দাবি করেছে, এটি ছিল তাদের ‘সবচেয়ে সফল ও কৌশলগত হামলাগুলোর একটি’।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে অচিরেই সাক্ষাৎ হবেÑ এমন একটি সংবাদ গত কয়েক দিন ধরেই আন্তর্জাতিক মিডিয়ায় ঘুরছিল। কিন্তু বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ও ভøাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য এক শীর্ষ বৈঠকের খবর সম্ভবত অনেকটাই অতিরঞ্জিত ছিল। ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ‘দুই সপ্তাহের মধ্যেই’ বুদাপেস্টে দেখা করবেন বলে ঘোষণা করার কয়েক দিনের মধ্যেই সেই বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন