রাজধানীর গুলশান থেকে দুই মামলায় সাজাপ্রাপ্ত ও এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আসাদুল ইসলাম আসাদকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গত বৃহস্পতিবার বিকেলে গুলশান-১-এর একটি কফিশপে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন, এটিইউ-এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
এটিইউ জানায়, ২০০৮ সাল থেকে আসামি আসাদুল ইসলাম আসাদ ব্যাবসায়িক কারণ দেখিয়ে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে মোট ৯ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। যথাসময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অন্য এক মামলায় তিনি এক ক্লায়েন্টের কাছ থেকে শিল্পপণ্য সরবরাহের কথা বলে ১৭ লাখ ৫০ হাজার টাকা নেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ বা অর্থ ফেরত দেননি। ওই ঘটনায় ক্লায়েন্ট বাদী হয়ে আদালতে মামলা করেন (সিআর মামলা নং-৯২০/২২)। মামলার রায়ে ২০২৫ সালের ২ জুলাই আদালত আসাদকে তিন বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদ- দেন। এ ছাড়া আরেক মামলায় (সিআর মামলা নং-৪৮০/২০, মেট্রো দায়রা মামলা নং-৫৪২৮/২১) তিনি এক বছরের বিনাশ্রম কারাদ- ও ৪৫ লাখ টাকা অর্থদ-ে দ-িত হন।
রায় ঘোষণার পর থেকে আসামি আত্মগোপনে ছিলেন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার তথ্যের ভিত্তিতে এটিইউর গোয়েন্দা টিম তথ্য বিশ্লেষণ করে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন