নোয়াখালীর কবিরহাট উপজেলার বসুরহাট-কবিরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে নোয়াখালী সরকারি কলেজের দুই শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেনÑ সিএনজি অটোরিকশাচালক শাহ আলম, নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, সিএনজি যাত্রী বিবি কুলসুম, জান্নাত ও সুমন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের উদ্দেশে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ছেড়ে যায়। সিএনজিটি কবিরহাট পৌর এলাকার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ভবনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা তিন যাত্রী ও পরে কবিরহাট হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নিয়ে গেলে আরও এক যাত্রী মারা যায়। এ ঘটনায় আহত একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপর ট্রাকটি আটক করেছে স্থানীয় লোকজন। খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন জানান, সিএনজিটি সোজা এসে ট্রাকের নিচে ঢুকে যায়। পরবর্তীতে ট্রাকচালক ট্রাক না থামিয়ে প্রায় দুইশ গজের মতো গাড়িটি চালিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা গতিরোধ করে গাড়িটি আটক করতে সক্ষম হয়।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দেবনাথ জানান, ঘটনাস্থলে ৩ জন ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ২ জন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও ১ জন মারা যায়।
কবিরহাট থানার ওসি শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। সিএনজিতে থাকা চালকসহ ৬ জনই মারা গেছেন। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন