সিলেটের শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। নিহতের নাম মো. মুন্না মিয়া (২০)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার উমনপুর চিকনাগুল গ্রামের আতাউর রহমানের ছেলে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনায় আহতরা হলেনÑ রবিউল হাসান নয়ন (১৮), পিতা দুলাল মিয়া, সুরমা গেট, শাহপরান থানা, সিলেট। মাহফুজুর রহমান নাইম (২১), পিতা অজ্ঞাত, গ্রাম হরিপুর, জৈন্তাপুর, সিলেট। মো. হাবিবুর লস্কর (৩৫), পিতা আজমল লস্কর, গ্রাম বানিয়াচং, থানা বানিয়াচং, জেলা হবিগঞ্জ। শাহপরান (রহ.) থানার ওসি মনির হোসেন বলেন, ‘খাদিমনগর এলাকায় সিলেটগামী বালুভর্তি ট্রাকের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন