শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৬:৩৩ এএম

মিয়ামি শহরের চাবি মেসির হাতে

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৬:৩৩ এএম

মিয়ামি শহরের চাবি মেসির হাতে

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির হাতে তুলে দেওয়া হলো মিয়ামি শহরের চাবি। মিয়ামিতে গত বুধবার আমেরিকা বিজনেস ফোরামে এই সম্মাননা জানানো হয় অসংখ্য রেকর্ডের এই নায়ককে। মেসির হাতে প্রতীকী চাবি তুলে দেওয়ার পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান শহরের মেয়র ফান্সিস সুয়ারেস। তিনি বলেন, ‘আমাদের এই মহান শহর, এই দেশ ও বিশ্ব ফুটবলের জন্য আপনি যা করেছেন, এই চাবি আপনাকে দেওয়ার ইচ্ছে ছিল আমার। ধন্যবাদ সবকিছুর জন্য।’ ইন্টার মিয়ামির স্বত্বাধিকারীদের একজন হোর্হে মাস জানালেন, ‘এই উপহার মেসির গোটা পরিবারের জন্যই। তিনি বলেন, ‘আমাদের ইন্টার মিয়ামির অধিনায়ক, আমাদের ১০ নম্বরের জন্য কিছু বলার ছিল আমার। এই শহরের পক্ষ থেকে এটি ছোট্ট এক উপহার, যেখানে মিশে আছে আমাদের হৃদয়।’

তিনি আরও বলেন, ‘শুধু আপনাকেই নয়, আপনার স্ত্রী আন্তোনেলা, আপনার চমৎকার পরিবারকেও স্বাগত জানাচ্ছি, যাতে আপনারা এখানে সব সময় নিজের বাড়ির মতোই মনে করতে পারেন।’ এমন সম্মান পেয়ে মেসি নিজেই দারুণ আপ্লুত। মেসি বলেন, ‘ধন্যবাদ, এটি পেয়ে নিজেকে খুবই সম্মানিত মনে করছি। খুবই সত্যি যে, এখানে আমরা অনেক ভালোবাসা অনুভব করি। এই শহরে থাকতে পেরে আমরা খুবই কৃতজ্ঞ ও খুবই খুশি এবং এই বিশেষ স্বীকৃতিও আমার জন্য দারুণ সম্মানের। আবারও ধন্যবাদ।’

২০২৩ সালের জুলাইয়ে মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই অসাধারণ পারফরম্যান্সে ক্লাবকে এগিয়ে নিচ্ছেন মেসি। তিনি আসার পরই লিগস কাপ জিতে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পায় মিয়ামি। গত মৌসুমে নিয়মিত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়ে জিতে নেয় সাপোর্টার্স শিল্ড। পরে শিরোপার মূল লড়াই প্লে-অফ থেকে ছিটকে গেলেও এবার প্লে-অফে এখনো টিকে আছে তাদের সম্ভাবনা। প্রথম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বার ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ স্বীকৃতি পাওয়াও তার জন্য এখন স্রেফ সময়ের ব্যাপার।

রূপালী বাংলাদেশ

Link copied!