নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। মাদক পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে বিজিবির সদস্যরা। গতকাল শুক্রবার সকালে বিজিবি থেকে পাঠানো সংবাদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত দশটার দিকে সীমান্তের খারনৈ ইউনিয়নের গলাছড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪৮ বোতল মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। এ ছাড়া রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় ভোর সকালে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে হানিফ মিয়া (২০) অপরজন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কোদালদার গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহমুদ আলম (২২)।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন