পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নাম ঘোষণা করার দাবিতে দশমিনায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আউলিয়াপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি আউলিয়াপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পটুয়াখালী-৩ আসনে বিএনপির জনপ্রিয় ও ত্যাগী নেতা হাসান মামুনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে। বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে হাসান মামুনের প্রার্থিতা ঘোষণা না হলে, আমরা পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন