আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুর-৪ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনি প্রচারণার ব্যানার, ফেস্টুন ও তোরণ ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঝাড়ু মিছিল করেছেন তার সমর্থকেরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের এমপি ডাঙ্গী এলাকা থেকে বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় রায়হান জামিল জানান, বিগত নির্বাচনে এই আসনে বাইরে থেকে লোক এসে এমপি হয়েছে। কিন্তু আমি এলাকার সন্তান হওয়ার পরেও দুষ্কৃতকারীরা আমার গেট ভাঙচুর ও ফেস্টুন-ব্যানার ছিঁড়ে ফেলছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাতেই ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন