জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রাহুল মিয়া (২১) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর গ্রামের কালি মন্দির সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মো. হযরত আলীর ছেলে। স্থানীয়রা জানায়, রাহুল বাগজানা বাজার থেকে মোটরসাইকেল যোগে আটাপাড়া যাওয়ার পথে উত্তর কৃষ্ণপুর কালীমন্দিরের সামনে পৌঁছিলে হিলির দিক থেকে আসা মাছের পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এত রাহুল পাকা রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার তদন্ত ওসি ইমায়েদুল জাহেদী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন