চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মিজান (৩৮), দিদার হোসেন (২৫), মো. সাদ্দাম (৩৪) ও আনোয়ার মিয়া (৪৬)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিএনপির মিছিল চলাকালে হামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘রাতে অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিএনপির মিছিলে হামলায় জড়িত ছিল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন