শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:৩৯ এএম

হকির প্লে-অফ সিরিজ

পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:৩৯ এএম

পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

হকিতে বাংলাদেশের চেয়ে পাকিস্তানের আধিপত্য ঐতিহ্যগতভাবেই সুপ্রতিষ্ঠিত। মওলানা ভাসানী স্টেডিয়ামে বিশ^কাপ বাছাইপর্বে রোড টু প্লে-অফের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮-২ গোলে হারল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু স্কোরলাইন যতই একতরফা হোক, মাঠের বাস্তব চিত্র ছিল ভিন্ন। আগের মতো জাদুকরি স্কিল, নিখুঁত ড্রিবলিং বা পাসিংয়ের মায়াজালÑ এসবের তেমন দেখা মেলেনি পাকিস্তানের খেলায়। বরং বোঝা গেল, তারা এখন ইউরোপীয় ধাঁচের পাওয়ার হকিতে নিজেদের মানিয়ে নিতে ব্যস্ত, যেখানে গতির চেয়ে বেশি গুরুত্ব পায় শারীরিক শক্তি ও কাঠামোগত শৃঙ্খলা।

বাংলাদেশও পিছিয়ে ছিল না প্রতিদ্বন্দ্বিতায়। বল দখল ও আক্রমণ গঠনে তারা দেখিয়েছে সাহসী মনোভাব। কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও ফিনিশিংয়ে ব্যর্থতাই তাদের এগিয়ে যেতে দেয়নি। পাকিস্তান পুরো ম্যাচে ৮টি পেনাল্টি কর্নার পেলেও গোল করতে পেরেছে মাত্র একবার। অন্যদিকে বাংলাদেশ ৫টি সুযোগের মধ্যে ১টি গোল আদায় করে নেয়, যা তাদের দৃঢ়তার প্রমাণ। স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি কোনো দলই। তবে পাকিস্তান টেকনিক্যালি ও টেকটিক্যালি এগিয়ে ছিল। শারীরিক গঠনও এগিয়ে রেখেছে অতিথিদের। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আম্মাদ ভাট বাহিনী। বিশেষ করে বলতে হয় হান্নান শহীদ, হায়াত জিকরিয়া, আব্দুর রহমান আরফাজ, রানা ওয়ালিদের কথা। তারা যেভাবে মাঝমাঠ ও রক্ষণভাগ সামলেছেন, তা অভূতপূর্ব। কম যায়নি  বাংলাদেশও। ম্যাচের চার মিনিটে রক্ষণের রোমান সরকার প্রতিপক্ষের স্টিকের আঘাতে মাথা ফেটে রক্ত ঝরেছে। সেই মুহূর্তে ওমানি আম্পায়ার শুকাইলি মাজিনের স্ট্রোকের নির্দেশ। একদিকে রক্তাক্ত রোমানকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, অন্যদিকে আহমদ বাটের স্টিক থেকে প্রথম গোল পাকিস্তানের (১-০)। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে চমৎকার এক রিভার্স হিটে বাংলাদেশকে সমতায় ফেরান হোজাইফা (১-১)। বাকি সময়টা আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন সফরকারিরা। প্রথম দুই অর্ধে তারা এগিয়ে থাকে ৫-১ গোলে। এর মাঝে তারা ছয়টি পিসি আদায় করে একটি গোল করে। বাকি সবগুলো ফিল্ড গোল।

দ্বিতীয়ার্ধে কিছুটা আলো ছড়ান স্বাগতিক হকিযোদ্ধারা। প্রথমার্ধে কোনো পিসি না পেলেও তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আদায় করে নেন ৫টি পিসি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে চতুর্থ পিসি থেকে জয়-রেজাউল-আমিরুল কম্বিনেশনে দ্বিতীয় গোল আদায় করে নেয় বাংলাদেশ। এর আগে আরও তিনটি গোল হজম করে লাল-সবুজেরা। শেষ পর্যন্ত ৮-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

 

রূপালী বাংলাদেশ

Link copied!