দিলারা জামান, আবুল হায়াত ও শর্মিলী আহমেদ বাংলাদেশের অভিনয় অঙ্গনের কিংবদন্তি তিন অভিনয়শিল্পী। তিনজন কিংবদন্তি শিল্পীর মধ্যে শর্মিলী আহমেদ আমাদের মাঝে আর নেই। তারা তিনজন একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। আবার আবুল হায়াত ও দিলারা যেমন অনেক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন অন্যদিকে আবুল হায়াতের সঙ্গে শর্মিলী আহমেদও অনেক নাটকে অভিনয় করেছেন। ২০২২ সালের ৮ জুলাই এই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান শর্মিলী আহমেদ। চলার পথে দিলারা জামান ও আবুল হায়াত দু’জনই শর্মিলী আহমেদ খুউব মিস করেন। দিলারা জামান বলেন,‘ শর্মিলী খুউব ভালো মনের মানুষ ছিল। আমি তো দীর্ঘদিন ধরেই রাজধানীর উত্তরায় থাকি। শর্মিলী তার জীবনের শেষ সময়টুকু রামপুরা থেকে উত্তরায় কাটিয়েছে। সেই সময়টাতেই তার সঙ্গে কাজের বাইরেও বেশি দেখা হতো, কথা হতো। অনেক না বলা কথা আমার সঙ্গে শেয়ার করত।
শর্মিলী চলে যাওয়ায় ভীষণ কষ্ট পেয়েছিলাম। এত তাড়াতাড়ি ও চলে যাবে এমনটা কখনোই ভাবিনি। একজন শিল্পী হিসেবে শর্মিলী সিনেমাতে যেমন জনপ্রিয়তা পেয়েছিল, নাটকেও পেয়েছিল দর্শকের ভালোবাসা। শর্মিলী নেই আজ সত্যি, তবে তার চলে যাওয়ায় একটা শূন্যতা তৈরি হয়েছে। যারা নিয়মিত গল্পনির্ভর নাটক নির্মাণ করেন, যারা পারিবারিক গল্পের নাটক নির্মাণ করেন তারা শর্মিলী আহমেদের শূন্যতা অনুভব করেন। শর্মিলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন।’ আবুল হায়াত বলেন, ‘শর্মিলী ছিল ভীষণ সহজ সরল একজন মানুষ। তার সরলতা ছিল সবাইকে মুগ্ধ করার মতো। একজন শিল্পী হিসেবে ভীষণ সিনসিয়ার একজন শিল্পী, সেই সাথে ভীষণ বিশ্বস্ত একজন শিল্পীও ছিল বটে। এটা সত্যি কাজ করতে গিয়ে তাকে প্রায় সময়ই মিস করি। এমনও মনে হয় শর্মিলী আমাদের মাঝেই আছে, হয়তো দেখা হবে। তারপরও মাঝে মাঝে সত্য মেনে নিতে হয় যে শর্মিলী আমাদের মাঝে নেই। মন থেকে তার জন্য দোয়া করি।’
এদিকে দিলারা জামান নিয়মিত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘রূপনগর’-এ অভিনয় করছেন। এটি নির্মাণ করছেন কায়সার আহমেদ। এ ছাড়াও তিনি এরইমধ্যে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘দাদির ভাগ’-এ অভিনয় করেছেন। এদিকে আবুল হায়াত আরাফাত নিধির পরিচালনায় ওয়েব সিরিজ ‘আৎকা’তে অভিনয় করেছেন। এ ছাড়াও এরইমধ্যে তিনি সামাজিক সচেতনতামূলক একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন