রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাড়িতে গত শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি ককটেল হামলা করেছে। দুর্বত্তরা বাড়ির তিনটি মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, এসি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলে। বিপ্লবের বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার কাজলা নতুন বৌবাজার এলাকায়। হামলার সময় তার বাবা হেলাল উদ্দিনকে (৬২) একটি কক্ষে আটকে রাখা হয় এবং মা খালেদা বেগমকে (৫৩) হাতুড়িপেটা করা হয়।
পরিবারের বক্তব্য অনুযায়ী, রাতে প্রায় ১০০-১৫০ জন মানুষ বাড়িতে আসে। বাইরে মূল ফটকে তালা থাকায় সবাই ঢুকতে পারেনি। পরে ৩০-৪০ জন প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং দোতলায় উঠে বিপ্লবকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে বাড়িতে তা-ব চালানো হয়। হামলাকারীরা নিচতলায় থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ি লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটনা ঘটায়।
ঘটনার পর বিপ্লবের পরিবার ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানায়। এরপর রাতেই পুলিশের একটি টহল টিমের ৩ সদন্য বাড়িতে এসে পরিস্থিতি দেখেন। তারা বিপ্লবের মা খালেদা বেগমকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন, তবে ভয়ে তিনি হাসপাতাল যেতে পারেননি।
মতিহার থানার ওসি আব্দুল মালেক এ বিষয়ে বলেন, ‘আমি রাতে থানায় ছিলাম না। ঘটনার বিষয়ে আমার জানা নেই এবং এখনো কেউ অভিযোগ করেনি।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন