বগুড়ার ধুনট উপজেলায় ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ি মধ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গাবতলি উপজেলার তল্লাতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাগর মিয়া (৩৬) এবং একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে যোবায়ের আল মাহমুদ (২৬)। থানা সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ধুনট থানার এসআই মোকলেছুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মাঝবাড়ি গ্রামের পাকা রাস্তার ওপর দুই ব্যক্তি মাদক বেচাকেনা করছে। খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন