কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে ফের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে ধরে থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে তাকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত থেকে তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।
ওই শিক্ষার্থীর নাম আকিব আহমেদ। সে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে একই অভিযোগে গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর আহমেদকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী আকিব বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট করত। তার ফেসবুক আইডি ঘেটে এ সম্পর্কিত বিভিন্ন পোস্ট পাওয়া গেছে। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন পালন করতে গিয়ে বিভিন্ন স্থান থেকে আটককৃতদের প্রতি সহানুভূতি এবং বিভিন্ন আওয়ামী এক্টিভিটিস্টদের লেখা শেয়ার দিতে দেখা গেছে। এ সবের মধ্যেই আকিব বিভাগে পরীক্ষা দিতে আসে। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে আটক করে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত থেকে তাকে ইবি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে আমরা প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হই এবং অভিযুক্ত শিক্ষার্থীকে নিয়মানুযায়ী ইবি থানায় সোপর্দ করি। পুলিশ প্রশাসন পরবর্তীতে আইন অনুযায়ী তার ব্যাপারে ব্যবস্থা নিবে। জানতে চাইলে ইবি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজনকে আমাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নিয়মানুযায়ী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন