বিশ্বকাপ বাছাই পর্বে একের পর এক ম্যাচে গোল উৎসব করেই যাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। বাছাইপর্বে এখনো কোনো গোল হজম করেনি কোচ লুইস দে লা ফুয়েন্তের দল। ৫ ম্যাচ খেলে ১৯টি গোল করেছে স্প্যানিশরা। এবার আরেকটি বড় জয় পেয়েছে তারা। জর্জিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। এই জয়ে বিশ^কাপের দ্বারপ্রান্তে দলটি।
জর্জিয়ার বিপক্ষে খেলার প্রথমার্ধে হয়েছে তিনটি গোল, বিরতির পর একটি। স্পেনের হয়ে ৫০তম ম্যাচ খেলার উপলক্ষ জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে রাঙান মিকেল ওইয়ারসাবাল। তাদের অন্য দুই গোলদাতা মার্তিন সুবিমেন্দি ও ফেররান তরেস। প্রতিযোগিতামূলক ফুটবলে এই নিয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত রইল স্পেন। ভিসেন্তে দেল বস্কের কোচিংয়ে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে গড়া নিজেদের আগের রেকর্ড (২৯) ছাড়িয়ে নতুন চূড়ায় উঠল তারা। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। এই পাঁচ ম্যাচে ১৯ গোল করার পাশাপাশি একটিও হজম করেনি তারা। একই সময়ে আরেক ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ী তুরস্ক ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। পরের দুই অবস্থানে জর্জিয়া (৩ পয়েন্ট) ও বুলগেরিয়া (পয়েন্ট পায়নি)। শেষ রাউন্ডে তুরস্কের বিপক্ষে জয় কিংবা ড্র, এমনকি ৭ গোলের কম ব্যবধানে হারলেও গ্রুপ সেরা হয়ে সরাসরি ২০২৬ বিশ^কাপের মূলপর্বের টিকিট পাবে স্পেন।
দুই দলের প্রথম দেখায় ৬-০ গোলে জিতেছিল স্প্যানিশরা। গ্রুপের রানার্সআপকে খেলতে হবে প্লে-অফে। ম্যাচের একাদশ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ওইয়ারসাবাল। বক্সে প্রতিপক্ষের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়েছিল স্পেন। ১৮ মিনিটে আলেক্স বায়েনার শট পোস্টে লাগায় ব্যবধান বাড়েনি। চার মিনিট পরই দ্বিতীয় গোলের দেখা পায় স্পেন। ফাবিয়ান রুইসের থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দেন সুবিমেন্দি। ৩৪ মিনিটে স্কোরলাইন ৩-০ করে দলকে জয়ের পথে এগিয়ে নেন তরেস। ওইয়ারসাবালের পাসে কাছ থেকে গোলটি করেন বার্সেলোনা ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ে ওইয়ারসাবালের শট দারুণ নৈপুণ্যে পা দিয়ে ঠেকিয়ে ব্যবধান আরও বাড়তে দেননি লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। ৬০ মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে জর্জিয়া, তবে গোলরক্ষক উনাই সিমনকে খুব একটা ভাবাতে পারেনি তারা। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওইয়ারসাবাল। ডান দিক থেকে তরেসের ক্রসে বক্সে হেডে বল জালে পাঠান রেয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড। বাকি সময়ে গোল পাওয়ার খুব কাছাকাছি যায় দুই দলই, কিন্তু জালের দেখা মেলেনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন