দীর্ঘ অপেক্ষার অবসান হলো দক্ষিণ আফ্রিকার। ভারতের মাটিতে ১৫ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল তারা। এশিয়ার দেশটিতে তাদের আগের জয়টি ছিল ২০১০ সালের ফেব্রুয়ারিতে, নাগপুরে। সেই ম্যাচে ইনিংস ও ৬ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবার কলকাতায় ভারতকে ৩০ রানে হারাল প্রোটিয়ারা। নিজের ফাঁদে নিজেরাই ধরা পড়েছে ভারত। গতকাল শেষ ইনিংসে ১২৪ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিততে পারেনি তারা। দক্ষিণ আফ্রিকার স্পিনেই কুপোকাত হয়েছে ভারতীয়রা। অন্যদিকে, হারের পাশাপাশি অধিনায়ক শুভমান গিলকে ঘিরে শঙ্কায় আছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় দিন ভারতের দ্বিতীয় ইনিংসে ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়েন গিল। জানা যায়, এই টেস্টে আর মাঠে নামা হচ্ছে না ভারতীয় অধিনায়কের। দ্বিতীয় দিনের খেলা শেষে হাসপাতালে নেওয়া হয় গিলকে। সেখানেই পর্যবেক্ষণে রাখা হয় তাকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও তাকে পর্যবেক্ষণে রাখবে বিসিসিআই মেডিক্যাল টিম।
হাতে ২ উইকেট, জিততে প্রয়োজন ৪৭ রান। ভারতের শেষ ভরসা আকসার প্যাটেল বেছে নিলেন পাল্টা আক্রমণের পথ। কেশাভ মহারাজকে চার বলের মধ্যে মারলেন একটি চার ও দুটি ছক্কা। ঘুরে দাঁড়াতে একদমই সময় নিলেন না দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার। ওভারের শেষ দুই বলে আকসার ও মোহাম্মাদ সিরাজকে ফিরিয়ে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন তিনি। কলকাতা টেস্টে প্রোটিয়াদের জন্য স্পিন ফাঁদ পেতেছিল ভারত। চার স্পিনার নিয়ে খেলতে নেমেছিল তারা। স্বাগতিকদের সেই ফাঁদে ফেলেই রবিবার তৃতীয় দিন অসাধারণ জয় তুলে নিল সফরকারীরা। অথচ ইডেন গার্ডেন্সে জয়ের সুবাদ নিয়ে নতুন দিন শুরু করে ভারত। দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে স্রেফ ১৫৩ রানে গুটিয়ে দেয় তারা। কিন্তু তাদের সেই স্বস্তি উবে যায় ব্যাটিংয়ে নেমে। ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ৯৩ রানে গুটিয়ে যায় দলটি।
দুই ইনিংসেই চারটি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক অফ স্পিনার হার্মার। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নেন মার্কো ইয়ানসেন ও মহারাজ। এইডেন মার্করামের প্রাপ্তি একটি। ভয়ঙ্কর উইকেটে দিনের শুরুটা ভালোই করে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা। দুই অপরাজিত ব্যাটসম্যান টেম্বা বাভুমা ও কর্বিন বশ অনেকটা সময় কাটিয়ে দেন। ১ ছক্কা ও ২ চারে ২৫ রান করা বশকে বোল্ড করে ৪৪ রানের জুটি ভাঙেন জাসপ্রিত বুমরাহ। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১২২ বলে ফিফটি স্পর্শ করেন বাভুমা। ম্যাচে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ছাড়া পঞ্চাশ ছুঁতে পারেননি কেউ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৪টি চারে ৫৫ রান করে। চার বলের মধ্যে হার্মার ও মহারাজকে ফিরিয়ে সফরকারীদের ইনিংস গুটিয়ে দেন সিরাজ। গুয়াহাটিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী শনিবার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন