কুষ্টিয়া কুমারখালী পৌরসভায় সার্ভেয়ারের আঘাতে হেলপারের মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা গেছে, সকালে অফিস চলাকালে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার সার্ভেয়ার ফিরোজের আঘাতে হেলপার সহিদুল ইসলাম ওরফে কুটি গ্যাদা নিহত হয়। নিহত সহিদুলের পরিবারের দাবি, বেতন নিয়ে বাগবিত-ার একপর্যায়ে ফিরোজ তার শরীরে লাথি এবং কিল-ঘুসি মেরে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তাকে পৌরসভার একটি কক্ষে আটকে রাখে।
এ সময় চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় সহিদুলকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উত্তেজিত এলাকাবাসী সার্ভেয়ার ফিরোজকে ধাওয়া করে।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, ‘পৌরসভার এক কর্মচারী নিহতের ঘটনায় তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন