আন্তর্জাতিক হোটেল চেইন হায়াত হোটেলস করপোরেশন গতকাল বুধবার বাংলাদেশে তাদের প্রথম হোটেল হায়াত প্লেস ঢাকা উত্তরার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ৮৫ কক্ষবিশিষ্ট নতুন এই হোটেলে অতিথিদের জন্য আধুনিক ও আরামদায়ক সব ধরনের বিশ্বমানের সেবা-সুবিধার ব্যবস্থা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে হায়াত প্লেস ঢাকা উত্তরার জেনারেল ম্যানেজার কেভিন থমাস ম্যাকইনটাইর বলেন, বিমানবন্দরের এত কাছাকাছি হায়াত প্লেস অবস্থিত হওয়ায় অতিথিরা সহজে এখানে যাতায়াত করতে পারবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন