বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০২:২০ এএম

শীতে ত্বকের হারবাল যত্ন 

মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০২:২০ এএম

শীতে ত্বকের হারবাল যত্ন 

শীত এলেই বাতাসের শুষ্কতা ত্বককে রুক্ষ, খসখসে এবং প্রাণহীন করে তোলে। এ সময় ত্বকের কোমলতা ধরে রাখতে হারবাল উপাদানের যতœ সবচেয়ে নিরাপদ ও কার্যকর। রাসায়নিকমুক্ত এ উপাদানগুলো ত্বককে শুধু আর্দ্র রাখে না, বরং গভীর থেকে পুষ্টিও জোগায়। আমাদের দৈনন্দিন ব্যবহারে কিছু খাদ্য তালিকার অংশ দিয়ে আমাদের ত্বকের যতœ নিতে পারি। 

গাজর : ত্বকের উজ্জ্বলতার প্রাকৃতিক উৎস

গাজরে থাকা প্রচুর ভিটামিন এ ত্বককে দেয় নরমতা ও স্বাভাবিক উজ্জ্বলতা।

ব্যবহার : সিদ্ধ গাজর পিষে তাতে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ২০-৩০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে সুস্থ ও সতেজ। 

টমেটো : দাগ ও মলিনতা দূর করতে কার্যকর

টমেটোতে আছে পটাশিয়াম, ভিটামিন সি ও লাইসোপিন, যা ত্বকের দাগ, বলিরেখা ও ব্রণের সমস্যা কমায়।

ব্যবহার : ব্রণে সরাসরি ব্লেন্ড করা টমেটো লাগান। স্ক্রাব চাইলে টমেটো-পুদিনা ব্লেন্ড করে তাতে ৪-৫ চামচ চিনি মিশিয়ে মুখ ও হাতে ম্যাসাজ করুন। সপ্তাহে একবার করলেই ত্বক আরও উজ্জ্বল দেখাবে। 

বাঁধাকপি : ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা

বাঁধাকপিতে রয়েছে সালফার, ভিটামিন-ডি এবং নানা খনিজ, যা ত্বক আর্দ্রতা রাখতে সহায়তা করে।

ব্যবহার : ভাপানো বাঁধাকপির পানি ফেলে না দিয়ে ঠান্ডা করে মুখ ধোয়ার সময় ব্যবহার করুন। ব্রণ বা বলিরেখার জায়গায় সরাসরি বাঁধাকপির রস লাগালে ভালো ফল পাওয়া যায়।

লেটুসপাতা : উজ্জ্বলতার গোপন উপাদান

লেটুসে রয়েছে ভিটামিন এ, সি, ই, জিঙ্ক ও ফলিক অ্যাসিড যা ত্বক উজ্জ্বল রাখতে  অত্যন্ত উপকারী।

ব্যবহার : ব্লেন্ড করা লেটুসপাতার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেললেই টের পাবেন সতেজতা।

পালংশাক : গভীর টোনিং ও সতেজতা

পালংশাকে প্রচুর ভিটামিন (অ, ঈ, ঊ, ক) ও খনিজ থাকে, যা ত্বকে গভীর পুষ্টি দেয়।

ব্যবহার : সিদ্ধ পালংশাক ব্লেন্ড করে তাতে ১ চামচ মধু মিশিয়ে মাস্ক তৈরি করুন। ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক টোনড ও সতেজ দেখাবে।

প্রাকৃতিক তেল : গভীর ময়েশ্চারাইজিং

নারিকেল, অলিভ, তিল ও বাদাম তেল শীতকালে ত্বকের জন্য দারুণ উপকারী।

গোসলের আগে হালকা গরম তেলে মালিশ করলে শুষ্কতা কমে, ত্বক থাকে নরম ও পুষ্ট।

মধুর আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা

মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং শীতের সংক্রমণ কমায়। ১০-১৫ মিনিট মুখ বা শরীরে মধু লাগিয়ে রেখে ধুয়ে ফেললে ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।

দুধ ও দই : শুষ্ক ত্বকের কোমল যতœ

দুধ বা দইয়ের ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ দূর করে এনে দেয় মসৃণতা। শুষ্ক ত্বকের জন্য দুধ–মধুর ফেসপ্যাক অসাধারণ। দই ত্বকে হালকা গ্লো আনে।

অ্যালোভেরা : শীতের জ্বালা ও রুক্ষতা দূর করে

অ্যালোভেরা ত্বকের জ্বালা, চুলকানি ও শুষ্কতা কমায়। রাতে মুখ পরিষ্কার করে অ্যালোভেরা  জেল লাগালে সকালে ত্বক থাকে অনেক বেশি সতেজ ও নরম।

হলুদ ও চন্দন : প্রাকৃতিক জীবাণুনাশক ও উজ্জ্বলতা

হলুদের অ্যান্টিসেপটিক গুণ ও চন্দনের ঠান্ডা প্রভাব ত্বকের ব্রণ, র্যাশ ও রুক্ষতা কমাতে সাহায্য করে। দুধ বা গোলাপজলের সঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করলে ত্বক হয় আরও উজ্জ্বল।

গোলাপজল : ত্বকের টোনিং

গোলাপজল ত্বকের ভারসাম্য বজায় রাখে, আর্দ্রতা ধরে রাখে এবং শুষ্কতার টান কমায়। টোনার হিসেবে প্রতিদিন ব্যবহার করা যায়।

প্রাকৃতিক স্ক্রাব : কোমল এক্সফোলিয়েশন

ওটস, বেসন বা চালের গুঁড়ার সঙ্গে মধু বা দুধ মিশিয়ে তৈরি স্ক্রাব শীতে খুব উপকারী।

সপ্তাহে ১-২ বার ব্যবহার করলে মৃত কোষ দূর হয়, ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল।

শীতে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে প্রকৃতির উপাদানের মতো নিরাপদ আর কিছু নেই। গাজর থেকে শুরু করে তেল, গোলাপজল কিংবা অ্যালোভেরা সবই ত্বককে আর্দ্র, সতেজ ও সুস্থ রাখতে চমৎকার কাজ করে। নিয়মিত যতœ নিলেই পুরো শীতজুড়ে ত্বক থাকবে নরম, উজ্জ্বল ও সমস্যা-মুক্ত।
 

রূপালী বাংলাদেশ

Link copied!