৩৪৬ বিদেশিকে আটক করা হয় এবং অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত প্রায় ১০ হাজার মোবাইল ফোন জব্দ করা হয়। থাই সীমান্তঘেঁষা এলাকায় একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারণা ও জুয়ার কেন্দ্রে অভিযান চালিয়ে প্রায় ৩৫০ জনকে গ্রেপ্তার করেছে মিয়ানমার সেনাবাহিনী। দেশটির সেনারা গতকাল বুধবার জানায়, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো এসব প্রতারণাকেন্দ্রকে আশ্রয় দিয়ে অবৈধ কার্যক্রম চালানো সুযোগ করে দিচ্ছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এসব চক্র শত-সহস্র মানুষকে জোরপূর্বক কাজে লাগিয়ে বিলিয়ন ডলার আয় করেছে। সম্প্রতি ওই এলাকায় আবারও নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরই সেনাবাহিনী অভিযান শুরু করে। খবর আল জাজিরার।
রাজ্য পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, মঙ্গলবার সকালে কারেন রাজ্যের মিয়াওয়াড্ডির শ্বে কোক্কো এলাকায় এ অভিযান চালানো হয়। এতে ৩৪৬ বিদেশিকে আটক করা হয় এবং অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত প্রায় ১০ হাজার মোবাইল ফোন জব্দ করা হয়। সেনাবাহিনী জানায়, চীন-কাম্বোডিয়ান বংশোদ্ভূত কথিত র্যাকেটিয়ার শে ঝিজিয়াং পরিচালিত ইয়াতাই নামের কোম্পানিটিই শ্বে কোক্কো এলাকার মূল নিয়ন্ত্রক ছিল। শে^ ঝিজিয়াং ২০২২ সালে থাইল্যান্ডে গ্রেপ্তার হন এবং গত সপ্তাহে তাকে চীনে প্রত্যর্পণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন