পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের উদ্যোগে জেনেটিক এবং মাইক্রোবায়াল উদ্ভাবন ব্যবহার করে ফসফরাস ঘাটতিযুক্ত মাটিতে ধানের উৎপাদনশীলতা উন্নত করা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্ভাবনী পদ্ধতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, এই গবেষণা দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়ে কৃষকরা উপকৃত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন