আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অভ্যন্তরীণ প্রজেক্ট নেবুলা-এর (চৎড়লবপঃ ঘবনঁষধব) মাধ্যমে আধুনিক ‘আবাবিল এনজি (নেক্সট জেনারেশন)’ কোর ব্যাংকিং সিস্টেমে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ-সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম গতকাল বুধবার উদ্বোধন করেন। এর ফলে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম আরও দ্রুত, সহজ ও আধুনিক হবে। এ সময় মিলেনিয়াম ইনফরমেশন সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন