বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (ইঐখ) আয়োজিত ঐড়হফধ ঋঁঃংধষ খবধমঁব (ঐঋখ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান গত বুধবার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার (ইঈঋঈঈ) কার্নিভাল হলে অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার অনুষ্ঠানের কিক-অব সেশনের মধ্য দিয়ে শুরু হলো খেলাধুলা, ঐক্য ও তারুণ্যের এক অনুপ্রেরণামূলক যাত্রা। অনুষ্ঠানে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেডের পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হয় এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয় ব্রাজিল জাতীয় দলের জার্সি, যা স্বাক্ষর করেছেন বিশ্বখ্যাত ফুটবল তারকা নেইমার জুনিয়র।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন