এত দিন বাংলাদেশের হয়ে টেস্টে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার ছিলেন সাকিব আল হাসান। ৭১টি টেস্ট ম্যাচ খেলে ২৪৬টি উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। গতকাল মিরপুরে সাকিবের এই রেকর্ড স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে ৪ উইকেট শিকার করে টেস্ট ক্রিকেটে সাকিবের সঙ্গে চূড়ায় এখন তাইজুলও। তার শিকারও এখন ২৪৬ উইকেট। ৫৭টি টেস্ট ম্যাচ খেলে সাকিবের রেকর্ড ছুঁয়েছেন এই বিশেষজ্ঞ স্পিনার। সাকিব ও তাইজুলের পর বাংলাদেশের হয়ে ২০৯টি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। এরপর তালিকায় আছেন মোহাম্মদ রফিক (১০০টি) ও মাশরাফি বিন মুর্তজা (৭৮)।
গত বছরের সেপ্টেম্বরে কানপুর টেস্টে ভারতের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। এরপর আর টেস্ট ক্রিকেট খেলেননি তিনি। ফলে তাইজুল ইসলাম বাংলাদেশ দলের মূল স্পিনার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাকিবের অনুপস্থিতিতে বেশ ভালোভাবে স্পিন বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন এই বাঁহাতি স্পিনার। গতকাল মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শীর্ষ টেস্ট বোলারের আসনে সাকিবের পাশে বসেন তাইজুল। রাজনৈতিক মারপ্যাঁচে পড়ে বাংলাদেশ ক্রিকেটে সাকিব অধ্যায় শেষ বলা যায়! আর সাকিব না থাকায় বল হাতে বাজিমাত করছেন তাইজুল। সাকিবহীন বাংলাদেশ দলের হয়ে শেষ ১০ ম্যাচে ৫০টি উইকেট শিকারের কৃতিত্ব দেখান তাইজুল। আইরিশদের বিপক্ষে গতকাল প্রথম সেশনের শেষ দিকে ২টি উইকেট নেন তিনি। তারপর ম্যাথু হামফ্রেসকে খালেদ আহমেদের ক্যাচ বানিয়ে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে গুটিয়ে দেন এই অভিজ্ঞ স্পিনার। ৩৫.৩ ওভারে ৬টি মেডেনসহ ৭৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আগের দিন হ্যারি টেক্টরকে ফিরিয়েছিলেন তাইজুল। নতুন দিনে প্রতিরোধ গড়েছিলেন লরকান টাকার ও স্টিফেন ডোহেনি। তাদের ৮১ রানের জুটি ভেঙে দেন তাইজুল। ৪৬ রানে বোল্ড হন ডোহেনি। এক বল বিরতি দিয়ে অ্যান্ডি ম্যাকব্রাইনকে খালি হাতে ফেরান তাইজুল। এই আইরিশ ব্যাটারও বোল্ড হন। তাইজুলের ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩১.৪ গড় ও ৩.০৫ ইকোনমি। এক ইনিংসে কমপক্ষে ৫ উইকেট নিয়েছেন ১৭ বার, ১০ উইকেট করেছেন দুবার। তার ক্যারিয়ার-সেরা টেস্ট বোলিং ৩৯ রানে ৮ উইকেট।
মিরপুরে গতকাল নতুন বল নিতেই শেষ ১৬ রানে ৩ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। তাদের ইনিংস ২৬৫ রানে গুটিয়ে যাওয়ার পর ২১১ রানে এগিয়ে থাকে বাংলাদেশ। তবে আইরিশদের ফলোঅনে ফেলতে পারত স্বাগতিকেরা। কিন্তু সেটি না করে নাজমুল হোসেন শান্তর দল দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে। এখন বড় লক্ষ্যের পথে ছুটছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে ৪৭৬ রান তুলেছিলেন শান্তরা। এরপর মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে আয়ারল্যান্ড ৯৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ঘুরে দাঁড়ায় অ্যান্ডি বালবার্নির দল। ষষ্ঠ উইকেটে স্টিফেন দোহানি ও লরকান টাকার মিলে ৮১ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙার পর টাকার জুটি বাঁধেন বোলিং অলরাউন্ডার জর্ডান নিলের সঙ্গে। দুজন মিলে যোগ করেন ৭৪ রান। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হওয়া নিল দ্বিতীয় ম্যাচেই প্রথম ফিফটি পেতে পারতেন। কিন্তু ৪৭ রানে থাকাবস্থায় নতুন বল হাতে নেয় বাংলাদেশ। নিলকে মুমিনুল হকের ক্যাচ বানিয়ে ফেরানোর মধ্য দিয়ে ম্যাচে প্রথম উইকেটের দেখা পান এবাদত হোসেন। ২৪৯ রানে অষ্টম উইকেট হারিয়ে আইরিশরা আর ১৬ রান যোগ করতে পেরেছে। গ্যাভিন হোয়ে ও ম্যাথু হাম্প্রিস আউট হওয়ার মধ্য দিয়ে তাদের ইনিংস শেষ হলেও আরেক প্রান্তে ৭৫ রানে অপরাজিত ছিলেন টাকার, যা আইরিশদের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান। ১৭১ বলে ৭টি চারের সাহায্যে এই ইনিংস সাজান উইকেটরক্ষক ব্যাটার টাকার। এ ছাড়া নিলের ৪৯ ও দোহানির ৪৬ রানই আইরিশদের পক্ষে উল্লেখযোগ্য রানের ইনিংস। বোলিংয়ে তাইজুল ছাড়াও আলো ছড়ান খালেদ ও হাসান মুরাদ। প্রথম ইনিংসে খালেদ আহমেদ ও হাসান মুরাদ ২টি করে উইকেট নিয়েছেন।
ভূুমিকম্পে ক্রিকেট মাঠে আতঙ্ক: শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে পুরো বাংলাদেশ। তখন মিরপুরে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ চলছিল। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন খেলোয়াড়েরাও। খেলাও কিছুক্ষণ সময় বন্ধ ছিল। দলের বাইরে থাকা তাসকিন আহমেদ ভূমিকম্প নিয়ে ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। তাসকিন লিখেছেন, ‘এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয়... দুনিয়া ক্ষণস্থায়ী। আর আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
মিরপুরে টেস্টের তৃতীয় দিনে ৫৬তম ওভারে মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় বল। তার পরই এক গোলমেলে অবস্থা মাঠজুড়ে। খেলা গেল থেমে। খেলোয়াড়েরা ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে বাউন্ডারি লাইনে এলেন। দর্শকও আতঙ্কিত। প্রেসবক্স থেকে বের হয়ে যান সংবাদকর্মীরা। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা। তার প্রভাব পড়ল খেলায়। প্রায় তিন মিনিট বন্ধ ছিল খেলা। তারপর মাঠে নেমে তাইজুল ইসলাম পান জোড়া সাফল্য। ৫৯তম ওভারের প্রথম বলে দোহেনিকে ৪৬ রানে বোল্ড করেন বাংলাদেশি এই স্পিনার। ২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেন তিনি। ৮১ রানে জুটি ভাঙার পর এক বল বিরতি দিয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন বোল্ড। ডাক মারেন আইরিশ ব্যাটার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন