৩ দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সফরে ইন্টারনেট ব্যান্ডউইডথ বিনিময়সহ ৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২২ নভেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় গার্ড অব অনার দেওয়া হবে শেরিং তোবগেকে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ সফরের লক্ষ্য দুই দেশের যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়িয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা।
পররাষ্ট্রসচিব মো. আসাদ আলম সিয়াম জানান, বিমানবন্দর থেকে ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। দুপুরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
পরে শেরিং তোবগে ও প্রধান উপদেষ্টার মধ্যে একান্ত বৈঠক এবং দুই দেশের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে।
ঢাকায় অবস্থানকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী সোমবার সকালে তিনি থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সই হতে পারে যে ৩ সমঝোতা স্মারক
আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইডথ: বাংলাদেশ ও ভুটানের মধ্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ সংক্রান্ত একটি চুক্তি হতে পারে।
বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ: ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
কৃষি সহযোগিতা: কৃষি সহযোগিতা বৃদ্ধি এবং এই খাতে পারস্পরিক সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন