বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কর্তৃক প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য এক দিনের ফাস্ট এইড অ্যান্ড সিপিআর প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার রামপুরা শাখার আয়োজনে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নজরুল ইসলাম রিপনের সভাপতিত্বে রামপুরার আল কাদেরীয়া রেস্টুরেন্ট কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও রাহবার সিটির চেয়ারম্যান মাওলানা কাজি মো. জসিম উদ্দিন নূরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের সিনিয়র শিক্ষক ডা. মো. রাইসুল ইসলাম আশিক, ডা. মো. জাহাঙ্গীর আলম, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন নির্বাহী মো. কামাল হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান, রাহবার সিটির পরিচালক (অর্থ) কাজি মো. তৈয়ব আলী।
বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের চিফকোর্স কো-অডিনেটর মো. আমিনুল ইসলাম বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে ও হাবিবা সামাদ বিমার সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মিজানুর রহমান। সহযোগিতায় ছিলেন ইলমা আক্তার, মো. গোলাম রাব্বী, সাহিদুল ইসলাম আরিফ ও মো. আকাশসহ আরও অনেকে।
অনুষ্ঠানে দেশের সব গ্রাম ডাক্তার বা প্রাথমিক চিকিৎসকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, মহামারির সময় প্রাথমিক চিকিৎসকেরা নিজের জীবন বাজি রেখে সেবা দিয়েছেন। সে সময় একমাত্র ভরসা ছিল প্রাথমিক চিকিৎসকেরা। তারা আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলে একজন প্রাথমিক চিকিৎসকের প্রয়োজন কতটা, একমাত্র গ্রামের মানুষই জানেন। গভীর রাতে, ঝড়-বৃষ্টিতে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন প্রাথমিক চিকিৎসকেরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন