চট্টগ্রাম নগরীতে কাস্টমসের দুই কর্মকর্তার গাড়ি থামিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের গুলি করার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার দুই কর্মকর্তা হলেনÑ চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন।
ভুক্তভোগী মো. আসাদুজ্জামান খান জানান, তারা অফিসে যাওয়ার পথে হঠাৎ তিন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাদের গাড়ি থামান। এরপর গাড়ির কাচ ভাঙচুর শুরু করেন। এ সময় একজন আরেকজনকে ‘গুলি কর’ বলে চিৎকার করছিল। প্রাণ বাঁচাতে তারা দ্রুত গাড়ি থেকে নেমে পাশের একটি গলিতে ঢুকে পড়েন। তিনি আরও বলেন, হামলাকারীদের মধ্যে একজনের হাতে ছিল ধারালো অস্ত্র, যেটি দিয়ে গাড়ির ওপর প্রথম আঘাত করা হয়। তবে কোনো গুলির শব্দ শোনা যায়নি এবং তারা কেউ গুরুতর আহত হননি।
আসাদুজ্জামান খান অভিযোগ করেন, কাস্টমসের অনিয়ম চিহ্নিত করার কারণে তারা প্রতিদিন গড়ে ১০-১২টি মামলা করেন। এতে ক্ষুব্ধ বিভিন্ন পক্ষ দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে আসছে। অনিয়মের বিরুদ্ধে কাজ বন্ধ করার জন্য আগেও চাপ দেওয়া হয়েছিল।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ জানান, সম্প্রতি দুই কনটেইনারে আমদানিনিষিদ্ধ পপি বীজ ও আরেকটি কনটেইনারে ঘনচিনি শনাক্ত করেন এই কর্মকর্তারা। এছাড়াও কসমেটিকস আমদানিকে কেন্দ্র করে একটি সিন্ডিকেটের অনিয়ম ধরা পড়ায় গত দুই মাসে সেটি ভেঙে দেওয়া হয়। এসব কারণে তারা বিভিন্ন নম্বর থেকে হুমকি পাচ্ছিলেন। তিনি জানান, কিছুদিন আগে ‘সাজ্জাদ’ নামের এক ব্যক্তি ফোন করে প্রাণনাশের হুমকি দেন। ধারণা করা হচ্ছে, এসব ঘটনার জেরেই এই হামলা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে ডাবলমুরিং থানার ওসি (তদন্ত) আরিফ ফয়সাল বলেন, কাস্টমস কর্মকর্তার ওপর হামলার ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের চিহ্নিত করার কাজ করছি। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এর আগে গত ৬ অক্টোবর প্রাণনাশের হুমকির ঘটনায় আসাদুজ্জামান খান বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন