শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


খোরশেদ আলম, নওগাঁ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০২:৪৪ এএম

স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা!

খোরশেদ আলম, নওগাঁ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০২:৪৪ এএম

স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা!

  • প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই বসেছে শিল্প পণ্যের মেলা
  • মেলার কারণে পরীক্ষা ও পড়াশোনায় সমস্যা হচ্ছে
  • মেলা পরিচালনায় জেলা পুলিশের নাম ব্যবহার হলেও জানে না পুলিশ

প্রশাসনের কোনো ধরনের অনুমোদন ছাড়াই নওগাঁয় স্কুল মাঠ দখল করে শীতবস্ত্র ও শিল্পপণ্যের মেলা শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে শহরের আবাসিক এলাকা হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা শুরু হয়েছে। এদিকে স্কুলের বার্ষিক পরীক্ষা চলমান এবং আবাসিক এলাকায় মেলা হওয়ায় ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী। আবার মেলা পরিচালনার সুবিধার জন্য জেলা পুলিশের নাম ব্যবহার করা হয়েছে। অথচ পুলিশ প্রশাসন এ বিষয়ে অবগত না।

জানা যায়, শহরের হাট-নওগাঁ আবাসিক এলাকার মাঠে হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়, হাট-নওগাঁ প্রাথমিক বিদ্যালয় এবং প্রবাহ সংসদ স্কুল রয়েছে। গত মঙ্গলবার মেলা শুরু হলেও দুই সপ্তাহ আগে থেকে অবকাঠামোগত কাজ শুরু করা হয়। এতে করে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা চলছে আর মেলার জন্য টিন দিয়ে অস্থায়ীভাবে পুরো মাঠে বেষ্টনী দেওয়া হয়েছে।

মেলার কারণে উচ্চ বিদ্যালয়ের প্রধান দরজা বন্ধ করে দেওয়ায় দ্বিতীয় দরজা দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে। মেলার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষায় সমস্যা হচ্ছে। এ ছাড়া মাঠেও খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীসহ স্থানীয়রা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের মেলায় ঘুরতে দেখা গেছে।

রাজশাহী শিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মাসব্যাপী এই মেলার আয়োজন করেছে। মেলার অনুমতি পেতে গত ২৭ নভেম্বর প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রহিদুল ইসলাম জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। মেলায় পোশাক, বিভিন্ন ধরনের খাবার, খেলনাসামগ্রীর প্রায় ৫০টি স্টল রয়েছে। এ ছাড়া বিনোদনের জন্য নাগরদোলা, নৌকা ও ড্রাগন রয়েছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেলা চলছে। মেলায় প্রবেশের জন্য ২০ টাকার টিকিটও চালু করা হয়েছে।

উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশে অনিচ্ছুক জানান, স্কুলের গেট বন্ধ থাকায় প্রবেশে সমস্যা হচ্ছে। মেলার মাঠের শব্দের কারণে পরীক্ষায় মনোযোগ হচ্ছে না। মাঠে খেলাধুলাও করা যাচ্ছে না।

স্থানীয় সাইদুর রহমান নামে একজন বলেন, বাচ্চাদের এখনো পরীক্ষা শেষ হয়নি, এরই মধ্যে স্কুল মাঠে মেলা বসেছে। এতে বাচ্চাদের মনোযোগ নষ্ট হয়ে পরীক্ষা খারাপ হবে। মেলা পুরোদমে শুরু হলে মাইকে গান-বাজনা হবে এবং এলাকাবাসীরও সমস্যা হবে। এসব মেলা হবে ফাঁকা জায়গায়।

হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নাজমুল হাসান বলেন, মাঠটি স্কুলের। তবে মেলার জন্য কোনো ভাড়া দেওয়া হয়নি। এলাকার এলিট পার্সনরা অনুরোধ করায় বিশেষ করে প্রবাহ সংসদ ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ অন্যরা অনুরোধ করায় মাঠে মেলা করার জন্য লিখিত অনুমতি দিয়েছি। তবে প্রতিষ্ঠানের সভাপতিকে লিখিত না দিয়ে মৌখিক বলা হয়েছে।

তিনি আরও বলেন, স্কুলের মোট ৩০০ জন শিক্ষার্থী। পরীক্ষা দিচ্ছে ২৭৫ জন। ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির পরীক্ষা বৃহস্পতিবার শেষ হয়েছে। আর ৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষা আগামী রোববার শেষ হবে। এ কারণে মেলার প্রভাব খুব একটা পড়বে না।

মেলার আবেদনকারী রহিদুল ইসলাম বলেন- মেলা চালু করার জন্য এখনো অনুমতি পাওয়া যায়নি। আগামী ১২ ডিসেম্বর পরীক্ষা শেষ হলে পুরোদমে চালু করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, স্কুল মাঠে মেলা চালানোর জন্য প্রধান শিক্ষক দিতে পারেন না। আর প্রধান শিক্ষক এ বিষয়ে আমাকে কোনো অবগতও করেননি। এ ছাড়া নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব বলে জানান তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ওই মেলার সঙ্গে জেলা পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। যদিও তাদের ব্যানারে জেলা পুলিশের নাম লেখা আছে। ব্যানারগুলো খুঁলে ফেলতে বলা হয়েছে। আর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মেলার বিষয়ে একটি আবেদন এসেছে। তবে অনুমোদনের প্রক্রিয়া চলছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!